দেশবাসীর জন্য এক বড় দুর্দান্ত খবর

দেশবাসীর জন্য এবার এক বড় সুখবর। জানা গিয়েছে, টাটা গ্রুপের হসপিটালিটি ব্রাঞ্চ, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের সুহেলি এবং কদমত দ্বীপে দু’টি তাজ-ব্র্যান্ডেড রিসর্ট তৈরির জন্য স্বাক্ষর করেছে। ‘মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ’ ইস্যুতে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এই অবস্থায় দুর্দান্ত এক খবর দিল স্পাইসজেট। সংস্থার তরফে জানানো হয়েছে, লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য খুব শিগগিরই দুটি বিমান চালু করা হবে। ‘উড়ে দেশকা আম নাগরিক’ বা উড়ান স্কিমের আওতায় এই পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে, লাক্ষাদ্বীপ পর্যন্ত যাত্রীদের নিয়ে যেতে আঞ্চলিক এয়ারলাইন্স আলিয়ান্স এয়ারের বিমান কোচি-আগাত্তি-কোচি সেক্টরে চলাচল করে। প্রসঙ্গত উল্লেখ্য, পর্যটন বিভাগে ঝড় তুলতে এবার অনলাইন পারমিট করার পরিকল্পনাও করা হয়েছে। স্পাইসজেটের এই পরিকল্পনায় লাভ হবে আমজনতার।