আলোর উৎসব দিওয়ালি এসে পড়েছে। ভারতে আনন্দঘন এই উৎসবে সকলে মেতে ওঠেন প্রিয়জনদের সঙ্গে নিয়ে, সেইসঙ্গে চলে উপহার বিনিময়।
পছন্দসই ভাল উপহার খুঁজে পাওয়া বেশ শক্ত। এজন্য ব্রিটেন-ভিত্তিক ইন্টারন্যাশনাল পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘দ্য বডি শপ’ এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে। তাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রেঞ্জ হতে পারে উৎসবের সেরা উপহার: (১) দ্য বডি শপ বেরি ডুও গিফট সেট – এতে রয়েছে ২০০মিলি স্ট্রবেরি বডি ইয়োগহার্ট, ২৫০মিলি বেরি বাথ ব্লেন্ড ও বাথ অ্যাক্সেসরি – ৩১৯৫ টাকা, (২) দ্য বডি শপ ব্রিটিশ রোজ বিউটি ব্যাগ – এতে রয়েছে ৬০মিলি শাওয়ার জেল, ৫০মিলি বডি বাটার, ৩০ মিলি হ্যান্ড ক্রিম – ১৩৯৫ টাকা,
(৩) দ্য বডি শপ ব্রিটিশ রোজ ডিলাক্স গিফট সেট – এতে রয়েছে ২৫০মিলি শাওয়ার জেল, ২০০মিলি বডি বাটার, ৩০মিলি হ্যান্ড ক্রিম, ১০০মিলি এউ ডি টয়লেট – ৫৮৪৫ টাকা, (৪) দ্য বডি শপ মেনস শেভিং কিট – এতে রয়েছে ১৫০মিলি ম্যাকা রুট অ্যান্ড অ্যালো ভেরা শেভিং জেল, ১৬০মিলি ম্যাকা রুট অ্যান্ড অ্যালো ভেরা পোস্ট-শেভ জেল – ২৮৯৫ টাকা।