আলোর উৎসবে দ্য বডি শপের উপহার

আলোর উৎসব দিওয়ালি এসে পড়েছে। ভারতে আনন্দঘন এই উৎসবে সকলে মেতে ওঠেন প্রিয়জনদের সঙ্গে নিয়ে, সেইসঙ্গে চলে উপহার বিনিময়।

পছন্দসই ভাল উপহার খুঁজে পাওয়া বেশ শক্ত। এজন্য ব্রিটেন-ভিত্তিক ইন্টারন্যাশনাল পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘দ্য বডি শপ’ এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে। তাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রেঞ্জ হতে পারে উৎসবের সেরা উপহার: (১) দ্য বডি শপ বেরি ডুও গিফট সেট – এতে রয়েছে ২০০মিলি স্ট্রবেরি বডি ইয়োগহার্ট, ২৫০মিলি বেরি বাথ ব্লেন্ড ও বাথ অ্যাক্সেসরি – ৩১৯৫ টাকা, (২) দ্য বডি শপ ব্রিটিশ রোজ বিউটি ব্যাগ – এতে রয়েছে ৬০মিলি শাওয়ার জেল, ৫০মিলি বডি বাটার, ৩০ মিলি হ্যান্ড ক্রিম – ১৩৯৫ টাকা,

(৩) দ্য বডি শপ ব্রিটিশ রোজ ডিলাক্স গিফট সেট – এতে রয়েছে ২৫০মিলি শাওয়ার জেল, ২০০মিলি বডি বাটার, ৩০মিলি হ্যান্ড ক্রিম, ১০০মিলি এউ ডি টয়লেট – ৫৮৪৫ টাকা, (৪) দ্য বডি শপ মেনস শেভিং কিট – এতে রয়েছে ১৫০মিলি ম্যাকা রুট অ্যান্ড অ্যালো ভেরা শেভিং জেল, ১৬০মিলি ম্যাকা রুট অ্যান্ড অ্যালো ভেরা পোস্ট-শেভ জেল – ২৮৯৫ টাকা।