ভোরের আলো ফুটতেই জলপাইগুড়িতে লাইন চ্যুত মাল ট্রেন, ব্যাহত উওর পূর্ব ভারতের সঙ্গে দেশের রেল যোগাযোগ

ফের ট্রেন দুর্ঘটনা। আবার দুর্ঘটনাস্থল ময়নাগুড়ি। মঙ্গলবার সাতসকালে লাইনচ্যুত মালগাড়ি। ছয়টি বগি লাইনচ্যুত হবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা যায় এদিন সকালে একটি খালি মালগাড়ি ধূপগুড়ির দিক থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল।

ময়নাগুড়ি রেল স্টেশনের কাছাকাছি মালগাড়িটি মালগাড়িটির মাঝামাঝি স্থানের বগিগুলো আলাদা হয়ে যায়। ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

লাইনচ্যুত হবার পরে দুই নং রেললাইন থেকে এক নং রেললাইনে লাইনচ্যুত হওয়া ট্রেনের যন্ত্রপাতি ছড়িয়ে যায়।এক নং লাইনে জলের পাইপ ভেঙে পরে ক্ষতি হয়।আপাতত দুটো লাইনই বন্ধ হয়ে রয়েছে।