জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে তো পুষ্প প্রদর্শনী

জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে তো পুষ্প প্রদর্শনী। আর সেই প্রদর্শনীতে থাকছে দেশ-বিদেশের রকমারি ফুলের সম্ভার।জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই পুষ্প প্রদর্শনী।

এখানে জলপাইগুড়ি ছাড়াও বিভিন্ন জায়গায় থেকে ফুল প্রদর্শন করা হয়েছে। চন্দ্রমল্লিকা থেকে ডালিয়া সব রকমের ফুলের ভান্ডার এখানে রয়েছে ।যার মূল উদ্যোক্তা জলপাইগুড়ি হর্টিকালচার এসোসিয়েশন।এ বিষয়ে এসোসিয়েশনের তরফে অমিত সাহা বলেন এবার তাদের পুষ্প প্রদর্শনীর দ্বিতীয় বর্ষ।

 জেলার বাইরে থেকেও বিভিন্ন ফুল প্রেমীরা তাদের ফুল নিয়ে এখানে এসেছেন। মানুষজনরা ফুল দেখতে আসছে এখানে। যারা পুষ্প প্রদর্শনীতে ফুল নিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ভালো ফুলের সৌন্দয়ায়নের জন্য পুরস্কারও দেওয়া হয়েছে।