আজই দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে

গতকাল বিপুল ভোটে জয় লাভের পর ঘোষিত হয়েছে দেশের নতুন রাষ্ট্রপতির নাম। অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষের পথে। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এবং দেশের নতুন ও প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু।

আগামী সোমবার অর্থাৎ ২৫ জুলাই দেশের পরবর্তী তথা ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে আগামী রবিবার অর্থাৎ ২৪ জুলাই কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। আর তাই বিদায়ী রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে আজ, শুক্রবার বিশেষ ফেয়ারওয়েল পার্টি কোবিন্দের।

জানা যাচ্ছে তাঁর জন্য শুক্রবার দিল্লিতে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে নয়াদিল্লির হোটেল অশোকায় শুরু হবে এই অনুষ্ঠান। এই নৈশভোজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীত্ব।

২০১৭ সালে দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন রামনাথ কোবিন্দ। তাঁর যুগেও তৈরি হয়েছিল ইতিহাস। কারণ তিনি ছিলেন দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি। তার আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রামনাথ কোবিন্দ বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। তবে রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল আইনজীবীও বটে।

বিগত ১৬ বছর ধরে রামনাথ কোবিন্দ আইনজীবী হিসেবে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। সেই আইনজীবী তথা রাষ্ট্রপতিকেই আজ বিদায় জানাবেন প্রধানমন্ত্রী। ফলে সকাল থেকেই কোবিন্দের ফেয়ারওয়েল পার্টি উপলক্ষে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়।

প্রসঙ্গত বৃহস্পতিবার এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তাঁর সঙ্গে দেখা করতে মুর্মুর দিল্লির বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান মোদি। এরপরেই তিনি একটি টুইটে লেখেন, ‘ভারত আজ ইতিহাস তৈরি করল।

যে সময় দেশের ১৩০ কোটি জনগণ আজাদী কে অমৃত মহোৎসব পালন করছে, সেই সময়েই দেশের এক আদিবাসী কন্যা, যিনি পূর্ব ভারতের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি দেশের পরবর্তী এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। দ্রৌপদী মুর্মুর জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’