শিলিগুড়ি এনজিপি এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী

শিলিগুড়ি, ১৬ জানুয়ারি : শিলিগুড়ি এনজিপি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রেলওয়ে  হাসপাতাল মোড় থেকে অম্বিকা নগরের দিকে কাজের সূত্রে সাইকেল নিয়ে যাচ্ছিল জলপাই মোড়ের বাসিন্দা হিরন লাল কুমার ঠিক সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এক বড় গাড়ি পেছন থেকে সেই সাইকেল আরোহী কে ধাক্কা মারে ঘটনায় রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সেই সাইকেল আরোহী এবং সাইকেলর ওপর চড়ে যায় গাড়িটি ঘটনায় দুমরে-মুচড়ে যায় সেই সাইকেলটি।

অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেই সাইকেল আরোহী। ঘটনার খবর পেয়ে ছুটে আছে এনজিপি থানা ও ট্র্যাফিক পুলিশ। এরপর সেই ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় এনজিপি থানায়। গোটা ঘটনা তদন্তের পুলিশ, তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। আজকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক সাইকেল আরোহী। অবিলম্বে এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করতে হবে না হলে এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে। খুব দ্রুত এ বিষয়ে প্রশাসনকে নজর দেওয়া উচিত।