বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাঁকিয়ে শীত, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে

শীতবিলাসীরা শীত কবে আসবে প্রশ্নের জবাব পেতে চলেছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাঁকিয়ে শীত পড়া শুধু নয়, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে চলতি সপ্তাহের গোড়া থেকেই ধাপে ধাপে পারদপতন হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ১৩ ডিগ্রিতে নামে কলকাতার পারদ। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে।পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— পশ্চিমের এই পাঁচ জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে। সাধারণত, রাতের তাপমাত্রা যদি ১০ ডিগ্রি বা তার নীচে নেমে যায় এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে তা যদি অন্তত পাঁচ ডিগ্রি কম হয়, সেটাকে আবহবিজ্ঞানে বলা হয় শৈত্যপ্রবাহ। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। কুয়াশা থাকবে দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সারা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মেঘমুক্ত এবং রোদ ঝলমলে থাকবে। আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।