শহীদ হলেন এক দেশ রক্ষাকর্তা

দিন দিন ফুটে উঠছে করোনার ভয়ঙ্কর ছবি। চারিদিকে শুধু স্বজন হারানোর শোকের ছায়া। কেড়েছে বহু প্রাণ। এরইমধ্যে করোনা আবারও কেড়ে নিলো আরও এক বিশিষ্ট ব্যক্তির প্রাণ। থেমে গেল সব লড়াই। জঙ্গিদের হাত দেশমাতৃকাকে রক্ষা করে করোনার কাছে হার মানলেন ২৬/১১-র নায়ক প্রাক্তন এনএসজি প্রধান জে কে দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এনএসজির পাশাপাশি সিবিআই ও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর বিভিন্ন পদে ছিলেন জে কে দত্ত। ২৬ /১১-এর রাতে মুম্বইতে জঙ্গিদের বিরুদ্ধে এনএসজি কমান্ডোরা তাঁর নেতৃত্বেই সামনে থেকে লড়েছিলেন। ১৯৭১ ব্যাচের বেঙ্গল ক্যাডারের আইপিএস অফিসার জে কে দত্ত ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত এনএসজি প্রধানের দায়িত্ব সামলান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরও ছিলেন।