শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই সিবিআই তল্লাশি শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদে

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাশাপাশি টেট পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার আদালতের সবুজ সঙ্কেত পেতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে সিবিআই। টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ জানায়, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের মামলায় তদন্ত ভার সিবিআইয়ের হাতেই থাকবে। আদালতের নজরদারিতে চলবে তদন্ত৷

গতকাল বিকেল ৪টের কিছু আগে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দোরগোড়ায় পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল। সূত্রের খবর, নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে পর্ষদের অফিস থেকে নথি সংগ্রহ করতে এসেছেন তাঁরা।

এই মামলায় রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আপত্তি তুলেছিল কোর্ট তাতে মান্যতা দেয়নি। বরং একক বেঞ্চের রায় বহাল রেখে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, আদালতের নজরদারিতে যে ভাবে তদন্ত চালাচ্ছিল সিবিআই, সে ভাবেই চলবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই সল্টলেকের আচার্য সদনে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল। দুটি গাড়িতে মোট চারজন আধিকারিক এসেছে বলে জানা গিয়েছে৷ পর্ষদের দফতর থেকে কম্পিউটারের পুরনো হার্ড ডিস্কের ফাইল সংগ্রহ করতে গিয়েছেন তাঁরা।