লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে হাজারো অশান্তির ঘটনা ঘটছে রাজ্যের একাধিক জায়গায়। যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। এই আবহেই এবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই উঠল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ।
ঘটনার জেরে ভোটের ঠিক ৪৮ ঘন্টা আগে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের ২১৭ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী দীপা প্রামাণিক। সেই প্রার্থীর সমর্থনেই তার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা, ব্যানার ফ্লেক্স লাগানো হয়েছে।
তবে বিপত্তি অন্য জায়গায়। অভিযোগ, সেই ভিড়ে একটা জাতীয় পতাকার আদলে একটি ফেস্টুন লাগানো হয়েছে। দেখা যাচ্ছে, সেই পতাকার সাদা রঙের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, রয়েছে সেই তৃণমূল প্রার্থী দীপা প্রামাণিকের ছবি, রয়েছে অশোক চক্রের পাশে আঁকা তৃণমূলের দলীয় প্রতীক। আর সেই ফেস্টুন চোখে আসতেই শুরু জোর তরজা।