শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের পর পদ গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। নতুন দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে।
কিন্তু তাল কেটে গেল তাঁর পদ পাওয়ার তিনদিনের মধ্যেই। এবার তাঁর নিয়োগর বিরুদ্ধেই অস্বচ্ছতার অভিযোগ এবং তার প্রেক্ষিতেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। তাৎপর্যপূর্ণ বিষয়, গৌতমের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী।
পর্ষদ সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক বৈঠকে গৌতম জানিয়েছিলেন, যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকনো হবে না৷ কিন্তু কলকাতা হাইকোর্টে গৌতমেরই নিয়োগ নিয়ে একটি মামলা রুজু হয়েছে।
দাবি করা হয়েছে, নিয়োগের সময় নির্দিষ্ট নিয়ম মানেনি রাজ্য সরকার। অভিযোগকারির বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হওয়ার জন্য যে নিয়ম এবং যোগ্যতার মাপকাঠি লাগে তা গৌতমের ক্ষেত্রে মানা হয়নি। তাই তিনি গৌতমের নিয়োগে অনিয়মের অভিযোগ এনে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
যিনি এই অভিযোগ এনেছেন তিনি গৌতমেরই বিশ্ববিদ্যালয়ের এক কর্মী প্রলয় চক্রবর্তী। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হওয়ার আইনি যোগ্যতা নেই গৌতম পালের।
তাঁকে আদতে রিডার হিসেবে নিয়োগ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, তবে সেই নিয়োগেও গলদ ছিল বলে দাবি। যদিও পুরো বিষয়টিই নস্যাৎ করেছেন গৌতমের আইনজীবী। আদালত অবশ্য মামলাটি গ্রহণ করেছে।