তিনটি জমজ সন্তানের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন একটি পরিবার

জলপাইগুড়ির বোসপাড়ায় তিনটি জমজ সন্তানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শীতকালে রক্তের সংকট মেটানো, যা সাধারণত ব্লাড ব্যাংকে ঘটে থাকে। পরিবারটির সদস্যরা জানিয়েছেন যে, শীতকালে অনেক সময় রক্তের অভাবে রোগীদের চিকিৎসায় সমস্যা দেখা দেয়।

তাই, তাদের সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানকারী প্রত্যেক ব্যক্তিকে একটি করে গাছ এবং উপহার তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এটি শুধু রক্তদানকে উৎসাহিত করতেই নয়, পরিবেশ সংরক্ষণেও একটি ছোট্ট পদক্ষেপ।

বোসপাড়া তথা কুড়ি নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা এই শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। রক্তদান শিবিরের মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই ধরনের উদ্যোগ স্থানীয় সমাজে মঙ্গল ও সহানুভূতির মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে।