খুব দ্রুত মিটতে চলেছে শিলিগুড়িবাসীর পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যা মেটাতে এবার গজলডোবা থেকে পানীয় জল প্রকল্প গড়ে সরবরাহের জন্য ৫১৩ কোটি প্রকল্পের ছাড়পত্র পেল শিলিগুড়ি পৌরনিগম।
সোমবার সাংবাদিক সম্মেলন করে সেকথা জানান শিলিগুড়ির মেয়ত গৌতম দেব। জনস্বাস্থ্য কারিগড়ি বিভাগ শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে যৌথ সহযোগিতায় ওই পানীয় জল প্রকল্পের কাজ করবে। অমৃত ২ প্রকল্পের অধীনে ওই প্রকল্পের ছাড়পত্র মিলেছে বলে জানান মেয়র। প্রকল্পের ৬২ শতাংশ রাজ্য, ৫ শতাংশ পৌরনিগম ও ৩৩ শতাংশ কেন্দ্র থেকে বরাদ্দ করা হবে। ইতিমধ্যে ওই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের জন্য ২০২ কোটি টাকার ওয়ার্ড ওর্ডারের অনুমতি পেয়েছে পৌরনিগম।