বড় জয় গেরুয়া শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট, বেরিয়ে গিয়েছে ফলাফলও। চলছে বোর্ড গঠন পক্রিয়া। এবার শান্তিপুরে উড়লো গেরুয়া আবিরের ঝড়। শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির নতুন বোর্ডের সভাপতি ঘোষিত হন বিজেপির নৃপেন মণ্ডল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্য়ায় ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।

বিজেপির এই জয় প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন, পুলিশ প্রশাসনের শাসানি, ধমকানির পরও বিজেপি যে জয় পেয়েছে তা সাধারণ বিজেপি কর্মীদের জয়। আসলে সত্যিকারের ভালোর জয় হয়েছে। এবার পদ্মফুল ফুটল শান্তিপুরে। খুশিতে ভাসছে গেরুয়া শিবির।