অষ্টধাতুর তৈরি ১২ ফুটের ‘হেভিওয়েট’ প্রতিমা, শোভাবাজার বেনিয়াটোলায় বড় চমক, শহরে এবার সুবিশাল দুর্গামূর্তি। ক্রেনের সাহায্যে আনা হলো ১২ ফুট দৈর্ঘ্যের এই প্রতিমা। অষ্টধাতুর তৈরি এই প্রতিমা দেখা যাবে শোভাবাজার বেনিয়াটোলা দুর্গোৎসবের মণ্ডপে।দুর্গাপুজোয় বঙ্গজননী এবার বিশ্বজননী। ইউনেস্কোর হেরিটেজ তকমা স্বীকৃতি উদযাপনে ১২ ফুট দৈর্ঘ্যের অষ্টধাতুতে তৈরি হয়েছে দুর্গাপ্রতিমা।
মহিষাদলে গত ছয় মাস ধরে তৈরি হয়েছে এই সুবিশাল দুর্গাপ্রতিমা।এক টন ওজনের অষ্টধাতুতে তৈরি হয়েছে এই দুর্গাপ্রতিমা।যেহেতু শোভাবাজার বেনিয়াটোলার দুর্গাপ্রতিমা অষ্টধাতুতে তৈরি হয়েছে। তাই এই প্রতিমার বিসর্জন হবে না। সারাবছর এই মায়ের মূর্তিকেই নিয়ম রীতি মেনে পুজো করবে ক্লাব কমিটি।
রাজকীয় যজ্ঞ হলো শোভাবাজার বেনিয়াটোলায়। ষোলো চাকার ট্রেলারে দুর্গাপ্রতিমা আনা হলো মণ্ডপে। জাহাজ কোম্পানি থেকে আনা ক্রেনের সাহায্যে অষ্টধাতুর তৈরি এক টন ওজনের দুর্গামূর্তি লিফটিংয়ের অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো কলকাতা।