বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। জমির কারণে একাধিক কেন্দ্রীয় রেল প্রকল্প আটকে থাকার অভিযোগ-ও তেমনই একটি বিষয়। এরইমাঝে এই জমি জট কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন।
রাজ্য সরকারের হিসাব বলছে কেন্দ্রের এমন প্রকল্পের সংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র পাঁচটা। রাজ্যের দাবি এই সমস্যার সমাধান হয়ে গেলে মোদি সরকার আর কোনভাবে রাজ্যের দিকে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ তুলতে পারবে না।
এবার খাতায় কলমে এই কাজের জন্য পূর্ত, ভূমি সংস্কার, পরিবহণ সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। এই সমস্ত সমস্যার সমাধান করতে দ্রুত প্রকল্পের কাজ চালু করার জন্য জমি পাওয়া সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে।