তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার কার্ড। যার মধ্যে অন্যতম। এবার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই পেনশন প্রাপকদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। অর্থ দপ্তর জানিয়েছে, পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আর ট্রেজারি বা ব্যাংকে যেতে হবে না।
এবার থেকে স্মার্টফোন ব্যবহার করে বাড়ি থেকেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। প্রতিবছর পেনশন প্রাপকদের জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। এই সার্টিফিকেট প্রমাণ করে যে পেনশন প্রাপক জীবিত রয়েছে কিংবা তার পেনশনের অর্থ অন্য কেউ দখল করছেন না।
এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পেনশন প্রাপকদের নিজে ব্যাংক অথবা ট্রেজারিতে যেতে হয়। সুনির্দিষ্ট ফর্ম ফিলাপ করে নথি সহ জমা দিতে হয় সার্টিফিকেট। কিন্তু বার্ধক্যজনিত সমস্যা কিংবা শারীরিক অসুস্থতার কারণে সমস্যায় পড়েন বহু পেনশন প্রাপক। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন রাজ্যের ১২ লাখ পেনশন প্রাপক।