তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম উর্জা গঙ্গা প্রকল্প। বাংলার ঘরে ঘরে এবার পাইপ লাইনের মাধ্যমেই আসবে রান্নার গ্যাস।
ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রকপ্লের কাজ। রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের উর্জা গঙ্গা প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে পাইপে করে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে গৃহস্থের বাড়িতেও। এরই মধ্যে এবার বাংলার মানুষদের জন্য স্বচ্ছ জ্বালানি হিসাবে পাইপের মাধ্যমে হাইড্রোজেন পাঠানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।
সরকারি প্রকল্পে বর্তমানে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনার কাজ শুরু হয়েছে। এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের প্রথমে ৭১১৮ টাকা জমা দিতে হবে। যদিও তার মধ্যে ৭ হাজার টাকা ফেরত পাওয়া যাবে। এরপর যে যত পরিমাণ গ্যাস ব্যবহার করবেন, তাকে সেই অনুযায়ী টাকা দিতে হবে।