বড় উদ্যোগ সরকারের তরফে

Estimated read time 1 min read

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মাঝেই আবার রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই উত্তাল আবহে এবার ‘দুয়ারে উদ্যম’ পিছনোর সিদ্ধান্ত নিল সরকার।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুর্গাপুজোর পর ‘দুয়ারে উদ্যম’ শুরু হতে পারে। নভেম্বর মাসের শেষে এই শিবির শুরু হব। এই শিবিরের প্রধান উদ্দেশ্যই হল মূলত বাংলার ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলিতে ‘উদ্যম’ ওয়েবসাইটে নথিভুক্ত করা।

সাধারণত এই পোর্টালে নাম নথিভুক্ত না করালে সরকারি ভর্তুকি অথবা ঋণের সুবিধা মেলে না। এমনকি কেন্দ্র এবং রাজ্যের নানান সুবিধাও পাওয়া যায় না। ‘দুয়ারে উদ্যম’ সফলভাবে রূপায়ণ করার লক্ষ্যে প্রাইসওয়াটার্সহাউজ কুপার্সকে নিয়োগ করেছে রাজ্য। তবে আপাতত এই শিবিরের কাজ বন্ধ রাখতে চায় রাজ্য। আরজি কর কাণ্ডের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You May Also Like

More From Author