তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের সুবিধার জন্য স্বাস্থ্য স্কিম বা স্বাস্থ্য প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
সরকারি স্কুলের শিক্ষকেরাও রাজ্যের হেল্থ স্কিমের আওতায় আছেন, তবে এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা। এখনও সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় আনা হয়নি। তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।
কিন্তু কেন তারা হেল্থ স্কিমের আওতাভুক্ত হবেন না, এই প্রশ্ন তুলে সম্প্রতি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে একটি শিক্ষক সংগঠন। নিয়ম অনুযায়ী, সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।