ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলায় যে সমস্ত পড়ুয়ারা ফিরে এসেছে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই চিন্তা প্রকাশ করেছিল রাজ্য সরকার। এক্ষেত্রে একাধিকবার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলা হয়েছে নবান্ন থেকে এবং দাবি করা হয়েছে যে, তারা এই পড়ুয়াদের জন্য কিছুই করছে না, কোনও পরিকল্পনাই নেই। নবান্ন থেকে আবারও এই একই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানালেন, কেন্দ্রীয় সরকার দায়িত্বজ্ঞানহীন হলেও তারা হতে পারেন না। তাই ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে আজ বড় ঘোষণা করলেন তিনি।
মমতা জানান, ইউক্রেন ফেরত বাংলার ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছিলেন। প্রায় ২ মাস আগে কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্যও চাওয়া হয়েছিল কিন্তু সেই নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি তারা। তাই এখন রাজ্য সরকার নিজের মতোই সিদ্ধান্ত নিয়েছে। এই বক্তব্যের পর মমতা জানিয়ে দেন, ইউক্রেন থেকে আসা পড়ুুয়াদের সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ দেওয়া হবে।
আজ তিনি জানান, ৪২২ জন পড়ুয়া বাংলায় ফিরে এসেছে ইউক্রেন থেকে। এদের মধ্যে ৬ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে বেসরকারি কলেজে পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২ জন ভর্তি হয়েছেন ইতিমধ্যেই, বাকি ৪ জন হবেন। ডেন্টাল পড়ুয়া যে পড়াশুনা সম্পূর্ণ করে এসেছে সে সরকারি ডেন্টাল কলেজে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। বাকি দু’জন সরকারি কলেজেই পড়ার সুযোগ পাবে।