বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষীর ভাণ্ডার অন্যতম। আর সেটাই সত্যি হল। ভোটের আগেই বাজেটে একের পর এক বড় ঘোষণা।

এক ধাক্কায় দ্বিগুন বাড়ানো হল লক্ষীর ভাণ্ডারের টাকা। এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।’ ভোটের মুখে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতে মমতা সরকারের মাস্টারস্ট্রোক।

প্রসঙ্গত শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। আর ৬০ বছর পেরিয়ে গেলে দেওয়া হত ‘বার্ধক্য ভাতা’। তবে বর্তমানে ৬০ বছর পেরিয়ে গেলেও ‘বার্ধক্য ভাতা’র পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ১ হাজার টাকা পান।