মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হল ১৫ দিনের হাই অ্যালার্ট

মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হল হাই অ্যালার্ট। ইতিমধ্যে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানেরা। চলছে নাকা তল্লাশি ও টহলদারি। সম্প্রতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্য সরকারকে সতর্ক করে জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে যে কোনও দিন মাওবাদীরা জঙ্গলমহলে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। এবং এই সতর্কতার কথা মাথায় রেখেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জঙ্গলমহল এলাকার প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ-প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের নামে একাধিক পোস্টার পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ল্যান্ডমাইনও। গ্রেফতার হয়েছেন কয়েকজন সক্রিয় মাওবাদী নেতা। গত ৮ এপ্রিল, মাওবাদীদের ডাকা বন্‍‍ধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। বাঁকুড়ার রায়পুর-সারেঙ্গা ও রানিবাঁধ এলাকায় যান চলাচল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে প্রশাসনের আশঙ্কা, জঙ্গলমহলে মাওবাদীদের গতিবিধি বেড়েছে। এই প্রেক্ষাপটে শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনসে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এরপর গতকাল পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মনোজ মালব্য। সূত্রের খবর, বৈঠকে সংশ্লিষ্ট ৫ থানা এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এদিন সকাল থেকেই শুরু হয় নাকা চেকিং।