ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া

করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া। প্রায় দেড় মাস আগে এই ভ্যাকসিনের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়। এই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে করোনা মোকাবিলার ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কারও শরীরে নেতিবাচক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। অক্টোবর থেকেই দেশজুড়ে টীকাকরণ শুরু হবে বলেও জানিয়েছে রাশিয়া।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এখনই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনকে করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে মানতে নারাজ। রাশিয়ার এই ভ্যাকসিন ট্রায়ালে প্রশংসা করলেও এই ভ্যাকসিন এখনই বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।ভ্যাকসিনের সমস্ত দিক খতিতে দেখে তবেই তা বাজারে আসবে।যদিও রাশিয়ার ওই সংস্থা খুবই আশাবাসী।