আগামী সোমবার ও মঙ্গলবার নবান্ন এ স্যানিটাইজেশন ,বন্ধ থাকবে কাজ

করোনাভাইরাস এর জেরে ইতিমধ্যেই নবান্ন কে মোট 15 বার এই স্যানিটাইজ করা হয়েছে।করোনা ভাইরাস এর জেরে একদিকে যখন নাজেহাল গোটা দেশবাসী তখন রেহাই নেই সেই ভাইরাসের আঘাত থেকে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্নর। 31 শে জুলাই নবান্ন কে স্যানিটাইজেশন করা হয়েছে। তার পরেও শনিবার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন আগামী সোমবার অর্থাৎ ৩রা আগস্ট এবং ৪ঠা অগাস্ট নবান্ন কে সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে। যার ফলে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন বন্ধ থাকবে।

1214253818

অন্যদিকে জানিয়ে রাখা যায় আগামী 5 ই আগস্ট সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তাই বুধবারও সম্পূর্ণ বন্ধ থাকবে নবান্ন। উল্লেখ্য রাজ্যে প্রথম করোনা ভাইরাস এ আক্রান্তে সন্দেহভাজন ধরা পড়েছিল এই নবান্ন থেকেই, এমনকি অতিরিক্ত মুখ্য সচিব তথা স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেও কোয়ারেন্টাইন এ চলে যেতে হয়েছিল। তার পরেও নাই নাই করে প্রায় 15 জনের মতো করোনাভাইরাস সন্দেহে আক্রান্ত হয়েছিলেন এই নবান্নে।

ফের আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণরূপে স্যানিটাইজেশন করা হবে বলে জানানো হয়েছে ফলে আগামী সপ্তাহে মাত্র 2 দিন সরকারি কর্মচারী ও আধিকারিকরা কাজে যোগ দেবেন এবং অন্য দিন তারা বাড়িতে থেকেই কাজ করবেন বলে তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন।