গত ২৪ ঘন্টায় আক্রান্তের গ্রাফ উত্তরে এক ধাক্কায় অনেকটাই কমেছে। যা যথেষ্টই স্বস্তিদায়ক। স্বস্তি বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদেরও। তাঁদের কথায় লকডাউন মেনে চললে নিজে নিজেই সংক্রমণের হার কমিয়ে আনবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নইলে সমূহ বিপদ! মঙ্গলবার সন্ধেয় করোনা বুলেটিন প্রকাশ পেতেই দুশ্চিন্তা অনেকটাই কমল উত্তরের শহরবাসীর।

রাজ্যজুড়ে কড়া লকডাউন মানার পাশাপাশি জেলাস্তরে যে লকডাউন চলছে তাও মেনে চলার পরামর্শ প্রশাসনিক কর্তা থেকে বিশিষ্ট চিকিৎসকদের। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজারে লম্বা ভিড়। একজনের ঘাড়ে আরেকজন নিঃশ্বাস ফেলছেন! বাজারে ভিড় না কমালে সংক্রমণের গ্রাফও নামবে না!

গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভা ও দার্জিলিং জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩২ জন! এর মধ্যে পুর এলাকায় ২৮ জন।  গত ৩ দিনে যেখানে গড়ে ৮০ জন করে আক্রান্তের খবর আসছিল। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় একজনের লালা রসের রিপোর্ট পজিটিভ এসছে। এছাড়া পাহাড়ে নতুন করে সংক্রমিত ৩ জন। এর মধ্যে দার্জিলিংয়ে ২ জন।