মহাসমারোহে আয়োজিত হলো অষ্টম তম বার্ষিক আলিপুরদুয়ার জেলা ক্রীড়া প্রতিযোগিতা।আলিপুরদুয়ার জেলার সকল সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসে এই প্রতিযোগিতার আসর।সোমবার জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় ৮-তম বর্ষ জেলা ক্রীড়া প্রতিযোগিতা।
এদিন উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) আশানুল করিম ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের কর্যকরী কমিটির সভাপতি দেবজিত পাল সহ বিশিষ্ঠজনেরা।