সুখবর, শেষ হচ্ছে নিষেধাজ্ঞা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার বড় সুখবর। দীর্ঘ দুমাস ধরে সরকারি নিষেধাজ্ঞার জেরে বন্ধ ছিল সমুদ্রের মাছ ধরা।

আগামী ১৪ জুনের পর থেকেই সমুদ্রের মাছ ধরার ব্যান পিরিয়ড উঠে যাওয়ার সাথে সাথে আবার ছন্দে ফিরতে চলেছে দীঘা -শঙ্করপুর-মন্দারমণি -তাজপুরসহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। যার ফলে উপকূলবর্তী এলাকায় এখন মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার প্রস্তুতি চলছে তুঙ্গে। আগামী ১৪ জুন এই ব্যান পিরিয়ড উঠলে আবার মাছ ধরা ট্রলার পাড়ি দেবে বঙ্গোপসাগরের বুকে।

ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যাতে আর কোন সমস্যার সম্মুখীন হতে না হয় তারই জন্য চলছে এই প্রস্তুতি। এই মুহূর্তে দীঘা, রামনগর, খেজুরি, মহিষাদল, কোলাঘাট সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মোট ৩০০-রও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে।