দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমন্ডী ব্লকের কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের এবছর 75 তম উর্তি বর্ষ চলছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত 13 তারিখ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ১৫ তারিখ রবিবার অর্থাৎ আজ এই অনুষ্ঠানের শেষ দিনে প্রাক্তন ছাত্র ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা প্রাক্তন ছাত্র রাজকুমার জালান সহ অন্যান্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো জন প্রাক্তনী এই পুনর্মিলন উৎসবে অংশগ্রহণ করছে বলে স্কুলের প্রাক্তনী পুনর্মিলন উৎসব এর উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন।