বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় ইতিমধ্যেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এবার সন্দেশখালি ঘটনার দিন যাঁদের কাছে শাহজাহানের ফোন গিয়েছিল, তাঁদের ওপর নজর দেওয়া হবে।
গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা। সেদিন সন্দেশখালির এই নেতা একজন বিধায়ককে ফোন করেন বলে দাবি সিবিআই সূত্রের। তাঁর উপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে।
এবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করতে পারে সিবিআই। জানা যাচ্ছে, ইডি আসছে শুনেই নাকি বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে খোঁজখবর রাখতে শুরু করেন শাহজাহান। ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিষয়ের খোঁজ রাখছিলেন বলে জানা যাচ্ছে।