দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই সৈকত নগরীকে। পুরীর মন্দিরের আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।
আর কিছু মাসের মধ্যেই উদ্বোধন হবে সেই মন্দিরের। এই আবহে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মসজিদের জন্য জমি চেয়েছে সরকারের কাছে। এবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দের পক্ষ থেকে দিঘায় রাম মন্দির নির্মাণের জন্য প্রশাসনের কাছে জমির আবেদন করা হল।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে কমিটির সদস্যরা একটি স্মারকলিপি জমা দেয়। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, গ্রহণ করা হয়েছে স্মারকলিপি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটি পাঠানো হয়েছে। নির্দেশ পাওয়ার পর সেই মতো কাজ করা হবে।