বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

কোচবিহার:- তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজার মাড়োয়ারি পট্টি এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান,সেলুনের দোকান সহ ৭ টি দোকান।

 খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে সাতটি দোকানের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।