জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় শিলিগুড়ি থেকে ৭ জন

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়।

২২শে সেপ্টেম্বর থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির টাকাটোরা স্টেডিয়ামে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন পরিচালিত অল ইন্ডিয়া পোয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ কলছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। এদের মধ্যে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের মোট ৭ জন দার্জিলিং জেলা থেকে অংশ নেবেন।

আগামী ২১শে সেপ্টেম্বর পুরো দল দিল্লির উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দার্জিলিং জেলার দুবারের জাতীয় চ‍্যাম্পিয়ন নীহাররঞ্জন ঘোষ।নীহারবাবু সাংবাদিকদের জানান, পূজা শীল, বিশাল ছেত্রীদের মতো একঝাঁক উঠতি খেলোয়াড় এবার প্রথম অংশ নিচ্ছেন এত বড়ো মাপের প্রতিযোগিতায়।