৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে

৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে। সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমিতির হেড অফিস কার্যালয় ডিবিসি রোড আর্যাবর্ত কমপ্লেক্সে কর্মসূচির সূচনা হয় পতাকা উত্তোলন করে সমিতির চেয়ারম্যান দূর্বা ব্যানার্জি।
যুব মহিলা সমবায় এর অবদান শীর্ষক এক আলোচনা সভায় সমিতির পথ চলা আজকের দিনে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে জলপাইগুড়ি মহিলা সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন মিনু ঘোষ, সমিতির প্রাক্তন সম্পাদিকা সাধনা সেন, জলপাইগুড়ি স্মল সেভিংস সমবায় সমিতির প্রাক্তন ডিরেক্টর সুবর্ণ রঞ্জন রুদ্র, জেলা সমবায় ইউনিয়নের পক্ষে তপন গুহ রায়, সদর ব্লক সমবায় আধিকারিক ধীরাজ সুব্বা, সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান দূর্বা ব্যানার্জি। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর বিষ্ণুপ্রিয়া দে, বুলবুল গুহ, সমিতির কর্মচারী ও সদস্যাবৃন্দ। সম্পাদিকা মিনু ঘোষ বলেন হাজার১৯৯৭ সাল থেকে এই সমিতির পথচলা শুরু অনেক চড়াই-উতরাই পেরিয়ে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য কাজ করে চলেছে এই সমিতি। রাজ্যের মহিলা সমবায় সমিতি গুলির মধ্যে এই সমিতির স্থান প্রথম সারিতে আমরা চাই সকলে মিলে এই সমিতির আরও উন্নতি সাধন করতে যাতে আরও বেশিসংখ্যক মানুষের মধ্যে আমরা আমাদের সুবিধা পৌঁছে দিতে পারি। ব্লক সমবায় আধিকারিক ধীরাজ সুব্বা বলেন আমরা এখনও কভিড অতিমারির সময়কাল পেরিয়ে উঠতে পারিনি আগামীতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে আমরা সমিতির ডাইরেক্টর দের সাথে যোগাযোগ রক্ষা করে সমিতির উন্নতি সাধনের চেষ্টা করব।