ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত

 কখনও নরম, কখনও গরম। বিবৃতি-পাল্টা বিবৃতি! বাংলাদেশ-ভারতের সম্পর্ক দিনের শেষ কোথায় গিয়ে পৌঁছায় এখন সেটাই দেখার। এরইমধ্যে ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ ভক্ত।  বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের দিকে আসছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৫৪ ভক্ত। কিন্তু, তাঁদের ফেরত পাঠিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইসকনের এই সমস্ত ভক্তরা বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। সকালে এলেও অপেক্ষা করতে হয় দিনভর। বিকালে পুলিশের পক্ষে থেকে জানানো হয় তাঁদের ভারতের প্রবেশের অনুমতি মিলবে না। ফলে একপ্রকার হতাশ হয়েই ফিরে যেতে হয় তাঁদের। তা নিয়েই তৈরি হয়েছে চাপানউতোর।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলছেন, ভক্তের সন্দেহজনক গতিবিধি দেখেই তাঁদের ভারত যাত্রা রোধ করা হয়েছে। অন্যদিকে ভক্তরা বলছেন, ধর্মীয় আচার পালন করতেই তাঁরা ও পারে যেতে চাইছিলেন। কিন্তু, কোনও নির্দিষ্ট কারণ না দেখেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। ও পারে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন এপারের হিন্দুরাও। মাঠে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ, বিজেপির মতো সংগঠনগুলি। এমতাবস্থায় এবার ইসকনের ৫৪ ভক্তের ভারতে আসা আটকে যেতেই নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।