বিডিওকে স্মারকলিপি প্রদান করল  ৫০জন চা শ্রমিক

আবাস তালিকা থেকে নাম বাদ, বিডিওকে স্মারকলিপি প্রদান করল  ৫০জন চা শ্রমিক। নকশালবাড়ির বেলগাছি চাবাগানের আবাসের তালিকা থেকে নাম বাদ পড়া ৫০ জন শ্রমিক সোমবার নকশালবাড়ি বিডিওকে স্বারকলিপি প্রদান করে। এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য বারাতি নাগেসিয়াকে পাশে নিয়ে নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজকে স্মারকলিপি প্রদান করেন চা শ্রমিকলা। চা শ্রমিকদের অভিযোগ, ২০১৮ সালে আবাসে নাম আসার পর এখন নতুন লিস্টে তা কেটে দিয়েছে। সঠিকভাবে সার্ভে হয়নি, সার্ভের আগে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ। চা শ্রমিকরা এমনিতেই ২৫০টাকা মজুরি পায় নিজেদের বাড়ি জমি নেই। এখন আবাস যোজনার নাম এসেও তা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে পঞ্চায়েত সদস্য জানান, আবাস যোজনার নাম বাদ যাওয়া সবাইকে নিয়ে এসেছি। বাগান শ্রমিকদের আবাস যোজনার ঘর পাওয়া উচিত বলে দাবি  করেন তিনি। তবে গোটা ঘটনায় বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।