গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। সোমবার রাতেও চার নম্বর রেলগেটে ব্যাপক বোমাবাজি চলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে রেলগেটটাই বন্ধ করা যাচ্ছিল না।
তার জেরে হাওড়া-বর্ধমান আপ ও ডাউন অভিমুখে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর ফের পরিষেবা শুরু হয়। তবে এখনও সার্বিকভাবে রিষড়া, মাহেশের মতো এলাকা থমথম রয়েছে। পুলিস মোতায়েন করা হলেও অশান্তি যেভাবে ছড়িয়ে পরে, তাতে আতঙ্কে পড়ে গিয়েছেন মানুষ। যে অশান্তির ঘটনায় ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিস।
এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। কিন্তু রাত নামতেই ফের অশান্তি শুরু হয়। রাত সাড়ে আটটা নাগাদ থেকে রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে শুরু হয় তুমুল বোমাবাজি। স্টেশন সংলগ্ন এলাকায় কার্যত তাণ্ডব চলে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিস। অভিযোগ, ট্রেন এবং পুলিসকে লক্ষ্য পাথর ছোড়া হয়।