শিলিগুড়িতে নারায়ণ সেবা সংস্থার বিনামূল্যে শিবির থেকে উপকৃত ৩০১ বিশেষভাবে সক্ষম

Estimated read time 1 min read

উত্তর বঙ্গ মারোয়ারি ভবনে রবিবার কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রতিস্থাপনের জন্য একটি বিনামূল্যে নির্বাচন শিবিরের আয়োজন করে নারায়ণ সেবা সংস্থা। যা ৩০১ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে শিবিরের প্রতি আকর্ষিত করে তোলে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার আইএএস শেরিং ওয়াই ভুটিয়া, আইএএস অবধ সিংঘলের সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের প্রতি সংস্থার প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়।

ক্যাম্প চলাকালীন, ১৬৮ জনের পরিমাপ নেওয়া হয়, যার মধ্যে ৩০ জন ব্যক্তিকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। ইনস্টিটিউটের ডিরেক্টর বন্দনা আগরওয়াল প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন পরিষেবা যেমন স্ব-কর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ, বিনামূল্যে খাবার বিলি ইত্যাদির বিশদ বিবরণ দিয়েছেন।

বিহার, নেপাল এবং অন্যান্য অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারীদের লক্ষ্য করে আগরওয়াল বলেন, “এই শিবির জীবনকে উন্নত করার লক্ষ্যে আমাদের উৎসর্গকে তুলে ধরে।” ১৫টিরও বেশি স্থানীয় সংস্থা দ্বারা সমর্থিত এই উদ্যোগের লক্ষ্য হল উচ্চ-মানের, হালকা ওজনের কৃত্রিম অঙ্গ প্রদান, সমাজে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সংহত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের মিশনকে শক্তিশালী করা।

You May Also Like

More From Author