Unacademy-র ৩০০ লার্নার্স সিভিল সার্ভিস ক্র্যাক করেছে

ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম Unacademy-র শিক্ষার্থীরা UPSC CSE তথা সিভিল সার্ভিস পরীক্ষায় নজরকারা সাফল্য পেয়েছে।

উল্লেখ্য, সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফলে দেখা গেছে যে শীর্ষস্থান অর্জনকারী ১০ জনের মধ্যে ৩ জন এবং ১০০ জনের মধ্যে ৪১ জন শিক্ষার্থী এসেছেন Unacademy থেকে।  Unacademy-র পড়ুয়া হলেন-  স্মৃতি মিশ্র(এআইআর ৪), কণিকা গোয়াল  (৯) প্রভৃতি।

এছাড়া প্রায় ৩০০ Unacademy লার্নার্স ২০২২ সালের UPSC CSE ক্র্যাক করেছে।