নোটিশ পেল মুখ্যমন্ত্রী

এবার নির্বাচনের শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের সংঘাত চরমে পৌঁছেছে। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ফের দ্বিতীয়বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন৷ ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই এই নোটিশ৷ আপত্তিকর মন্তব্যের পরই কমিশনের এই পদক্ষেপ। শনিবার সকালের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।