গতকাল সন্ধ্যার ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে। কোচবিহার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক এবং কোচবিহার 1 নম্বর ব্লকে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ছে। কুড়ি মিনিটের ঝড়ে ভেঙে গিয়েছে প্রায় ৩০০ বাড়িঘর। মৃত্যু হয়েছে দুজনের। আহত ১০০ জনেরও বেশি।
গতকাল রাতেই আহতদের কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।ওই ঝড়ে ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকার দেবদাস পাল(বাবু), সুক্টাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বহু বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই বলেও জানা গিয়েছে। রাতেই প্রশাসনের পক্ষ থেকে ঝড় বিধস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্ধার এবং ত্রান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।