নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে খবর আসে ফুলবাড়ীর গঠমাবাড়ি এলাকা দিয়ে পাচার হতে পারে ব্রাউন সুগার। গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই এলাকায় নাকাবন্দী করে পুলিশ। মিলে যায় সাফল্য।
জানা গিয়েছে গভীর রাতে একটি স্কুটি করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। স্কুটি থামিয়ে তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। ধৃতদের নাম মোঃ রাসেল এবং মোহাম্মদ আব্বাস।
ধৃতদের মধ্যে মোঃ রাসেল এর বাড়ি কালাঙ্গিনী এলাকায় এবং মোহাম্মদ আব্বাসের বাড়ি আমাইদিঘিতে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ।