অবশেষে স্বস্তি পেল রাজ্য সরকার৷ টালবাহানার পর কমিশনের তরফে সিলমোহর পড়লো রাজ্যের প্রস্তাবে৷ পুরভোট নিয়ে আরও একধাপ এগোল নির্বাচন কমিশন৷ সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে৷ মঙ্গলবার সরকারি ভাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল রাজ্যের প্রস্তাব মেনে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হবে৷ এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে৷
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এই সম্মতিপত্র পাঠিয়েছেন৷ রাজ্যের প্রস্তাব মেনেই কলকাতা ও হাওড়া পুরসভায় ১৯ ডিসেম্বর ভোট হচ্ছে৷ বিরোধীরা একসঙ্গে ভোট এবং একসঙ্গে গণনার দাবি জানালেও আপাতত কলকাতার ১৪৪টি ওয়ার্ড এবং বালি বাদ দিয়ে হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোট হবে৷ আগামী সপ্তাহেই কলকাতা ও হাওড়ার জেলাশাসকের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা৷
২৫ নভেম্বর এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে৷ জানা গিয়েছে, সরকারি চাইছে না এখনই উন্নয়নমূলক প্রকল্পগুলি বন্ধ হোক৷ তাই বিধি মেনে আগামী ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে৷ পুরভোট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, আজ রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়ে নির্বাচন কমিশনের কমিশনের চিঠি সেই জল্পনার অবসান ঘটালো৷ ফলে ১৯ ডিসেম্বর পুরভোট হতে আর কোনও বাধা রইল না৷ গণনা হবে ২২ ডিসেম্বর৷
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে কলকাতা পুরসভা সহ রাজ্যের পুরভোটের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তখন নির্বাচন সংগঠন করা সম্ভব হয়নি। ওদিকে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৮ সালে৷ কলকাতা পুরসভার মেয়াদও ফুরিয়ে গিয়েছে অনেক দিন আগে৷ সেই প্রেক্ষিতে চলতি বছর এপ্রিল মাসের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পুরো ভোট করাতে চেয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সেটাও সম্ভব হয়নি। তবে এখন আপাতত রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এবং বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচন সংগঠন করা সম্ভব হয়েছে। তাই ডিসেম্বরেই পুরভোটে সম্মতি জানাল নির্বাচন কমিশন।