গোল্ড জুয়েলারি ব্র্যান্ড মেলোরা বর্তমানে ভারত, ইউএই, ইউএসএ, ইউকে ও ইউরোপের ২৬ হাজারেরও বেশি পিন কোড এলাকায় উপস্থিত রয়েছে। এবার পুজো ও উৎসবের মরশুম উপলক্ষে মেলোরা প্রতি শুক্রবার ৭৫টি গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির ডিজাইন লঞ্চ করবে।
ইতিমধ্যে মেলোরার নতুন অ্যাড ক্যাম্পেন #হরঘরমেলোরা চালু করা হয়েছে হিন্দি, ওড়িয়া ও বাংলায়। ইতিমধ্যে মেলোরার মোট অর্ডারের ১৮% এসেছে দেশের পূর্বাঞ্চল থেকে।
মেলোরার ৪টি নতুন ফেস্টিভ কালেকশন লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে মেলোরা এক্সপিরিয়েন্স সেন্টার খুলেছে। প্রতি সপ্তাহে ৭৫টি ডিজাইন লঞ্চ করার পাশাপাশি মেলোরা ভারতের সকল প্রান্তে তাদের জুয়েলারির সম্ভার পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।