বিস্ফোরণে মৃত ১৭, বেড়ে চলছে আহতের সংখ্যা

আচমকাই বিস্ফোরণ, মৃতের সংখ্যা একাধিক। বড় ঘটনা ঘটল পাকিস্তানের পেশোয়ারে মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হল ১৭ জনের, আহত প্রায় ১০০ জন। মৃতের সংখ্যা যে বাড়তে পারে তা বলাই বাহুল্য। বিস্ফোরণের ফলে মসজিদের একাংশ ভেঙে পড়েছে বলেও খবর। আশঙ্কা, তার নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে।

পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় এক মসজিদে প্রার্থনার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মসজিদে ভিড় অনেকটাই ছিল। বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়ে এবং তার কারণেই আরও বেশি মৃত্যু হয়েছে বলে অনুমান। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত শুরু হয়েছে উদ্ধারকাজ। মসজিদে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা।

তবে এই বিস্ফোরণ হল কী ভাবে তা এখনও জানা যায়নি। আদতে মসজিদের ভিতরের কোনও ত্রুটির জন্য এই বিস্ফোরণ নাকি কোনও নাশকতার ঘটনা এটি, তাও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।