রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই বহু গ্রুপ ডি কর্মীকে চিহ্নিত করে সেই তালিকা কলকাতা হাইকোর্টের কাছে জমা দিয়েছে। তবে কি তাঁদের এবার চাকরি চলে যাবে? এই চর্চা যথারীতি শুরু হয়েছে স্কুলগুলিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তালিকাভুক্ত গ্রুপ ডি পদে কর্মরত ১৬৯৪ জনকে নোটিস ধরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষা দফতরের পক্ষ থেকে কমিশনার শুভ্র চক্রবর্তী বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন।
সেই নির্দেশিকা সমস্ত জেলার ডিআই-দের (ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর) কাছে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সিবিআই কলকাতা হাইকোর্টে যে ১৬৯৪ জনের তালিকা জমা দিয়েছে তাঁদের সবাইকে নোটিস ধরাতে হবে। সেই নোটিসের সঙ্গে আদালতের নির্দেশ সংক্রান্ত কপিটিও যুক্ত করে দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন সেটাও জানানো হয়েছে।
চলতি সপ্তাহ অর্থাৎ বছর শেষের আগেই ডিআই’দের এই কাজ শেষ করতে হবে। স্বাভাবিকভাবেই নোটিসপ্রাপ্তদের এবার চাকরি চলে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের চাকরির ভবিষ্যৎ আদালতের উপরেই নির্ভর করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিষয়টি নিয়ে চর্চা চলছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে নোটিস প্রাপ্ত গ্রুপ ডি কর্মীদের চাকরির ভবিষ্যৎ কি হয় সেদিকেই চোখ থাকবে সবার।