ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে পশু চিকিত্সা শিবিরের আয়োজন করলো বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়ন

এদিন সকাল থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি শহর লাগোয়া এলাকায়, ১৫ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক বিওপি বেরুবাড়ি-২ বুরেজোট বিএফপি স্কুলে একটি নাগরিক কর্মসূচী (ভেটেনারী মেডিকেল ক্যাম্প) আয়োজিত হয়।

গৌরাঙ্গ বাজার, বুড়িজোট, ফৌদেরপাড়া, কীর্তনিয়াপাড়া, ছাগরিয়াপাড়া এবং নতুনবস্তি গ্রামের ৭৩ জন গ্রামবাসী তাদের অসুস্থ পোষা প্রাণীদের চিকিৎসার জন্য শিবিরে নিয়ে আসে।

মধ্যে রয়েছে গরু-১১৭টি, ছাগল-৪৫টি, মোট ১৬২টি গৃহপালিত পশুকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো পর এবং তাদের ওষুধ সরবরাহ করা হয়। পশু চিকিৎসক গ্রামবাসীদের মৌসুমি রোগের সময় অসুস্থ পশুদের কীভাবে চিকিৎসা করতে হবে সে সম্পর্কেও অবহিত করেন।