বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ইডির নজরে কুণাল।
কল সেন্টার প্রতারণা চক্রের সবচেয়ে বড় মাথা কুণাল গুপ্তার ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার অফিসের পাশাপাশি ওই সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতেও তল্লাশি চালায় যেখান থেকেই এই বিশাল পরিমাণ ধন-সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে।
শুধুমাত্র ধন-সম্পত্তিই নয়, দুবাই ও আরো নানান দেশে তার একাধিক বাড়ি রয়েছে। টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডির। শীঘ্রই কুণাল গুপ্তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে। সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের একটি ফ্ল্যাটে বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামক একটি কলসেন্টারের সন্ধান পাওয়া গিয়েছিল তদন্ত নামার পর।