পক্ষীপ্রেমীর বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ

পক্ষীপ্রেমী এক ব্যক্তির বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে নামলো পুলিশ। হাওড়ার মালিপাঁচঘড়ায় ওই ঘটনা ঘটে। এক পক্ষীপ্রেমী ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় পায়রাগুলি। হাওড়ার মালিপাঁচঘড়া থানার মাধববাবু লেনের এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন গোবিন্দ মাহাতো নামের ওই ব্যক্তি। জানা গেছে, বাড়ির ছাদে খাঁচায় রাখা থাকতো ওই পায়রাগুলি। বুধবার রাতে ওই খাঁচা থেকেই চুরি হয়ে যায় সব পায়রা। সকালে তা জানাজানি হয়। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ তাঁদের বাড়িতে আসে। চুরির তদন্ত শুরু হয়েছে।