জম্মু ও কাশ্মীরে বৈষ্ণো দেবীর মন্দিরে ১২জন পদদলিত হয়েছে

জম্মু ও কাশ্মীরে বৈষ্ণো দেবীর মন্দিরে পদদলিত হয়ে ১২ জন ভক্ত নিহত হয়েছেন। দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহতের সংখ্যা ১৩ বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং-এর মতে, কিছু নিয়ে তর্কের জেরে ভক্তরা একে অপরকে ধাক্কা দেয়, যার পরে তারা সেখানে পদদলিত হয়। ওই ঘটনার পর থেকে পবিত্র মন্দিরে যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ে অবস্থিত একটি মন্দিরের গর্ভগৃহের বাইরে পদদলিত হয়েছে। রিপোর্টের পরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। পরিস্থিতি নিয়ে আমি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা, উধমপুরের সাংসদ ডাঃ জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে কথা বলেছি।”

পিএমও টুইট করেছে যে পদদলিত হয়ে প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে। গুহা মন্দিরটি রিয়াসি জেলায় ৫,২০০ ফুট উচ্চতায় অবস্থিত।